বাঁকুড়া জেলার শালতোড়ায় অনুষ্ঠিত হলো বিবেক চেতনা উৎসব ২০২২।

0
288

সুদীপ সেন, বাঁকুড়া:- স্বামী বিবেকানন্দের বাণী ও ভাবধারা কে ছাত্র ও যুবক দের মধ্যে আরো বেশি করে ছড়িয়ে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে ও নির্দেশে শুরু হয় বিবেক চেতনা উৎসব।

স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে ১২ ই জানু়য়ারী এই দিনটি সারা রাজ্যে মর্যাদার সাথে পালিত হয়।
পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই উৎসব সরকারী বিধি মেনে পালিত হচ্ছে।

রাজ্যের সাথে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানেও এই দিনটি পালন করা হচ্ছে।

বাঁকুড়া জেলার শালতোড়া ব্লক বিবেক চেতনা উৎসব ২০২২ পালিত হলো আজ যথাযোগ্য মর্যাদায় কোভিড বিধি মেনে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, সহকারী সভাপতি নিভা মাজি, সমাজসেবী সন্তোষ কুমার মন্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য শ্রীকান্ত গরাই, শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল ও অনেক গুণী মানুষজন।

প্রথমে স্বামীজির প্রতিকৃতি তে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথি বর্গ।

এরপর সঙ্গীত পরিবেশন করেন শালতোড়া শিল্পী গোষ্ঠীর শিল্পী গণ।

স্বামীজির জীবন এবং বাণী নিয়ে আলোচনায় অংশ নেন সুস্মিতা কবিরাজ( সভাপতি, শালতোড়া পঞ্চায়েত সমিতি) এলাকার সমাজসেবী সন্তোষ কুমার মন্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য শ্রীকান্ত গরাই এবং সাংস্কৃতিক ক্ষেত্রের প্রতিনিধি রিম্পা চ্যাটার্জী।

অনুষ্ঠানটি আগা গোড়া সুন্দর পরিচালনা করেন শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল।