বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বামীজীকে স্মরণ করলেন পুরুলিয়ার মানুষ।

0
486

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ ১২ ই জানুয়ারি, যথাযোগ্য মর্য্যাদা সহকারে স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্ম তিথি পালিত। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বামীজীকে স্মরণ করলেন পুরুলিয়ার মানুষ। ভামুরিয়া যুব কল্যান সমিতির উদ্যোগে নিতুরিযা থানার ভামুরিয়া মোড়ে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে যুগপুরুষকে শ্রদ্ধা জানালেন সমিতির সদস্যরা। সমিতির সম্পাদক প্রশান্ত দাস জানান অনুষ্ঠানে একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়। করোন সচেতনতায় পথচলতি মানুষকে মাস্ক ও সেনিটাইজার প্রদান করে করা হয়।