মাঝরাতে লরি ও কন্টেইনার মুখোমুখি সংঘর্ষ।

0
433

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– মাঝরাতে লরি ও কন্টেইনার মুখোমুখি সংঘর্ষ। নয়ানজুলিতে গিয়ে পড়ল বোল্ডার ভর্তি লরি। প্রাণে বাঁচলেন দুই গাড়ির চালক।ঘটনাটি ঘটেছে বুধবার ভোর ৩ টা নাগাদ।এদিন রাতে বিকট শব্দে এলাকার লোকজন বাইরে বেরিয়ে আসে।রাস্তার পাশের নয়নজুলি পেরিয়ে এক বাড়ির উঠোনে দাঁড়িয়ে যায় বোল্ডার ভর্তি লরি অন্যদিকে রাস্তার উপড়ে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে থাকে একটি কন্টেনার। সামান্য চোট লেগেছিল উভয় গাড়ির চালকদের।
এর পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। কন্টেনারটিকে ক্রেন লাগিয়ে টেনে যায় ধূপগুড়ি থানার পুলিশ।