হাতে মাস্ক বিবেকানন্দ সেজে অভিনব করোনা সচেতনতা প্রচার।

0
315

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্বামীজীর জন্ম দিন উপলক্ষে শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের পক্ষ থেকে শান্তিপুর কালনা ঘাটের ফেরিঘাট এবং বাজার তৎসহ পুরানো বাস্ট্যান্ড এলাকাতে মানুষকে সচেতন করতে হাতে মাস্ক বিবেকানন্দ সেজে অভিনব করোনা সচেতনতা প্রচার করতে দেখা গেল। এই অনুষ্ঠানে স্বামীজি কে কাছে পেয়ে অনেকটাই খুশি এবং নিজে থেকে এগিয়ে এসে মাস্ক পড়ছেন সাধারণ মানুষ। বুধবার সকাল থেকেই এই কর্মসূচী করেন শান্তিপুরে সামাজিক সংগঠন পূর্ণিমা মিলনী সংঘের সদস্যরা।