ইউকো ব্যাংকের এক আধিকারিক করোনা আক্রান্ত,বন্ধ হল ব্যাংক।

আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর ইউকো ব্যাংক এর এক জন স্টাফের করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ হয়ে গেল এই ব্যাংক। এরফলে সমস্যায় পরেছেন ব্যাঙ্ক এর গ্ৰাহকেরা।এ প্রসঙ্গে ইউকো ব্যাংকের এসিস্ট্যান্ট ম্যানেজার সুনীল কুমার বলেন, গোবিন্দপুর ইউকো ব্যাংকের একজন স্টাফের করোনা পজেটিভ ধরা পড়ায় ব্যাংকের কাজকর্ম বন্ধ করা হয়েছে। গতকাল করোনা পজিটিভ ধরা পড়েছে। ব্যাংক পুরোপুরি স্যানিটাইজ না করা পর্যন্ত ব্যাংকের কাজকর্ম বন্ধ থাকবে। এ ব্যাপারে সাদা কাগজে কোনো নোটিশ ব্যাংকে দেওয়া হয়নি তার কারণ এইরকম নোটিস এর ক্ষেত্রে তার কোন ভ্যালিডিটি থাকবে না। ব্যাংকের ভিতরে প্রয়োজনীয় কাগজপত্র এবং সিল থাকার জন্য ব্যাংক বন্ধের কোনো নোটিশ দেওয়া যায়নি। স্থানীয় অঞ্চল পঞ্চায়েত প্রধানের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুনীল কুমার এর কথা হয়েছে এই অচলাবস্থা দূর করার জন্য। ব্যাংক পুরোপুরি স্যানিটাইজার সম্পন্ন হলে আবার যথারীতি স্বাভাবিক কাজকর্ম শুরু করা হবে এবং স্থানীয় অঞ্চল পঞ্চায়েত প্রধান এ ব্যাপারে উদ্যোগী হয়ে স্যানিটাইজ করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *