উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।

মহীতোষ গায়েন, নিউজ ডেস্কঃ- আজ বিকেল পাঁচটার সময় ময়নাগুড়িতে অ্যাক্সিডেন্ট হয় ট্রেনটি (১৫৬৩৩UP বিকানের এক্সপ্রেস), মাত্র ৪০ কিমি বেগে চলছিলো ট্রেনটি । বিকানির থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল ট্রেনটি, মোট ১২ টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপাতত আনুমানিক ২৫০০ জন আহত মানুষকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 16 জন গুরুত্ব আহত যাত্রীকে হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে, তবে এই সংখ্যাটি আরো বাড়বে বলে অনুমান করা হচ্ছে। আপাতত ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ট্রেন থেকে। মোট ৫১টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে আহতদের হসপিটালে স্থানান্তরিত করার জন্য রয়েছে। রেলের বগিগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেইসঙ্গে যাত্রী আহত অবস্থায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই অবস্থায়। বিকানের থেকে মোট ৭০০ জন মতন যাত্রী এই ট্রেনে যাত্রা করেছিলেন। উপস্থিত উদ্ধারকারী দল ও প্রশাসন জানাচ্ছেন আরো আহত মানুষ হয়তো ট্রেনের ভিতরে কামরার মধ্যে রয়ে গেছেন। রেল আধিকারিক সূত্রে অনুমান করা হচ্ছে লাইনের সমস্যার কারণেই এই ভয়ঙ্কর ঘটনা। ঘটনাস্থলে উপস্থিত হচ্ছেন স্থানীয় প্রশাসনিক বিভাগীয় অফিসার, রেল বিভাগের অফিসার বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *