আবদুল হাই, বাঁকুড়াঃ গ্রামবাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম পড়ব হলো টুসু পড়ব । বাঁকুড়া জেলার গ্রামবাংলার মহিলারা পৌষ মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এই টুসু উৎসবে মেতে উঠে।
পৌষ সংক্রান্তি পূর্ণ লগ্নে টুসু দেবীকে নদী বা পুকুরে বিসর্জন দিয়ে নতুন জামা কাপড় পরে উন্মাদনার মধ্যে দিয়ে শেষ হয় বাংলার ঐতিহ্যের এই উৎসব।
কিন্তু এই বৎসরে মন ভালো নেই ভেলা তৈরির কারিগরদের।
বাজার থেকে মোটা টাকা দিয়ে বাঁশ কিনতে হয় তাদের ভেলা তৈরি র জন্য ।
তার উপর হটাৎ এই কোভিড আবহে
সব মিলিয়ে বিক্রি বাটাতে বেশ খামতি পড়েছে ।
“টুসু ভেলার” একটা ভেলা তৈরি করতে মোটা টাকা খরচ হয়ে যায় কারিগরদের। বিক্রি হয় 600 থেকে 1200 টাকায় । বৃহস্পতিবারের সকাল থেকে খোদেরের আসায় বসে আছেন ভেলা কারিগররা—