নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- ঘুড়ি বিতরন করে করোনা নিয়ে সচেতনতার প্রচার করলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার পুলিশ।বৃহস্পতিবার গোপীবল্লভপুর বাজারে স্কুল পড়ুয়াদের হাতে ঘুড়ি বিতরন করে করোনা নিয়ে সচেতন করতে দেখা গেল গোপীবল্লভপুর থানার পুলিশকে। ঘুড়ির মধ্যে লেখা আছে মাস্ক পরুন ও সামাজিক দুরত্ব বজায় রাখুন ।এছাড়াও মাস্ক হীন ব্যক্তিদের সচেতন করেন পুলিশ কর্মীরা।এই মাস্ক সচেতনতার পাশাপাশি গোপীবল্লভপুরের সব্জি মার্কেট কমপ্লেক্স,চেকপোস্ট, বাসস্ট্যান্ড এলাকায় থাকা বাসে , ছোটো গাড়িতে, হাতিবাড়ি মোড়ের বাথরুমে, বিশ্রামাগার, রাধাগোবিন্দ জিউর মন্দির চত্তর সেনিটাইজ করা হ্য় গোপীবল্লভপুর থানার পুলিশের উদ্যোগে।এ বিশয়ে গোপীবল্লভপুর থানার এ এস আই স্বদেশ প্রামাণিক বলেন বৃহস্পতিবার আমরা গোপীবল্লভপুর থানার পক্ষ থেকে করোনা নিয়ে সচেতন করতে স্কুল পড়ুয়াদের হাতে কিছু ঘুড়ি তুলে দিলাম তাতে লেখা আছে মাস্ক পরুন ও সামাজিক দুরত্ব বজায় রাখুন এর ফলে বাচ্চারা নিজেরা সচেতন হবে এবং পরিবারের সকলকেও সচেতন করবে বলে আশাবাদী আমরা। গোপীবল্লভপুর থানার পুলিশের এই উদ্যোগে খুশি গোপীবল্লভপুর বাজার সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা।