৩০ তম জাতীয় শিশু বিজ্ঞান সম্মেলন শুরু হলো।

0
275

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ৩০ তম জাতীয় শিশু বিজ্ঞান সম্মেলন শুরু হলো গুজরাট শহরের সায়েন্স সিটিতে। ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্র শাসিত অঞ্চলের ১০- থেকে ১৭ বছর বয়সী ক্ষুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করছে তাদের গবেষণালব্ধ প্রকল্প নিয়ে। এছাড়াও অতিথি হিসেবে অংশগ্রহণ করছে এশিয়ার বিভিন্ন দেশের ক্ষুদে বিজ্ঞানীরা। এই শিশু বিজ্ঞান সম্মেলন চলবে ২৭ শে জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত। ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন বিষয়ে গবেষণা করে যে প্রকল্প করেছে, সেটা তারা বিচারকদের সামনে উপস্থাপনা করবে এছাড়াও দেশের বিজ্ঞানীরাও দেখবেন তাদের গবেষণা পত্র এবং পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা বিজ্ঞান মডেল। উল্লেখ্য প্রতি বছর জাতীয় শিশু বিজ্ঞান সম্মেলন আয়োজন করা হয় ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর দ্বারা।সহযোগিতা করে প্রত্যেক রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর । তিনটি স্তরের এই সম্মেলনের মধ্যে প্রথম পর্যায়ে জেলা স্তরের থেকে নির্বাচিত শিশু বিজ্ঞানীরা অংশগ্রহণ করে রাজ্য স্তরের দ্বিতীয় পর্যায়ে । রাজ্য থেকে নির্বাচিত শিশু বিজ্ঞানীরা অংশগ্রহণ করে জাতীয় স্তরের অনুষ্ঠানে। এবছর পশ্চিমবঙ্গ রাজ্য থেকে জাতীয় স্তরের জন্য নির্বাচিত হয়েছে ৩০ জন শিশু বিজ্ঞানী।রাজ্য দলে জলপাইগুড়ি জেলা থেকে নির্বাচিত ৩ জন শিশু বিজ্ঞানী দের নিয়ে জেলার কোঅর্ডিনেটর তথা জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্য শ্রী গৌতম মাহাতো, রাজ্য কোঅর্ডিনেটর ডক্টর বাসোরি গুহ , রাজ্য সংগঠক সায়েন্স কমিউনিকেটরস ফোরাম এর সম্পাদক শ্রী অভিজিৎ বর্ধন যোগ দিয়েছেন গুজরাটে । সাথে রয়েছেন ৮ জন এসকর্ট শিক্ষক।উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় প্রভাত ফেরীর মাধ্যমে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এর বিভিন্ন আধিকারিক সহ দেশের বহু বিজ্ঞানী। এই আসরে শিশু বিজ্ঞানীরা গুজরাটের সায়েন্স সিটিতে বিভিন্ন প্রদর্শনী দেখার সুযোগ পেয়েছে সাথে *বিশ্বের সবচেয়ে উচ্চতম “স্ট্যাচু অফ ইউনিটি” সর্দার বল্লভভাই প্যাটেল এর মূর্তি যা ৫৯৭ ফিট উঁচু, সেটা দেখার ও স্ট্যাচুর ভেতরে বিভিন্ন প্রদর্শনী দেখার সুযোগ পেয়েছে। যা পেয়ে ক্ষুদে বিজ্ঞানীরা ভীষণ আনন্দিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here