ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে গড়বেতায় উত্তেজনা।

0
326

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- বৃহস্পতিবার বেলা একটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা থানার রাধানগর এলাকায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম অরুণ সাহা ,তার বয়স ৫৮ বছর ,তার বাড়ি গড়বেতা বাজারের সাহাপাড়া এলাকায় ।অরুণ সাহা যখন সাইকেল নিয়ে রাধানগর থেকে গড়বেতা বাজারের দিকে যাচ্ছিল । সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারলে ট্রাকের তলায় চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়। এরপর উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে তাণ্ডব শুরু করে। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গড়বেতা থানার পুলিশ ।ওই ঘটনার পর প্রায় তিন ঘন্টা পথ অবরোধ করে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায়। পুলিশ-বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয় ।গড়বেতা থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে ট্রাকটিকে আটক করে গড়বেতা থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।তবে ট্রাকের চালক পলাতক।