দুঃস্থদের হাতে শীত বস্ত্র তুলে দিল কারখানা কর্তৃপক্ষ।।

0
565

শিবপ্রসাদ মণ্ডল, পুরুলিয়াঃ- একদিকে মহামারী, অন্যদিকে পুরুলিয়ায় অকাল বর্ষণে বিপর্যস্ত নাগরিক জীবন। এই অবস্থায় হাড়কাঁপুনি ঠান্ডার হাত থেকে বাঁচাতে শীত বস্ত্র প্রদান করলো নিতুরিযার মদনডি সাকাম্ভরী স্পঞ্জ আয়রন কারখানা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তরফে সাকাম্ভরী গ্রুপ হেড জি এম মৃতুঞ্জয় চট্টোপাধ্যায় জানান এলাকা উন্নয়ন তহবিলের বরাদ্দ অর্থে প্রায় আজ ২৫০ মানুষের হাতে শীত বস্ত্র দেওয়া হয়। এই সংস্থা এলাকার সহস্রাধিক যুবকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে।আগামীদিনে ধাপে ধাপে সংখ্যাটা আরো বাড়বে বলে আশা করছে কারখানা কর্তৃপক্ষ। শীত বস্ত্র ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বার্থে নানা ধরনের সমাজ কল্যাণ মূলক কাজ করে থাকি ।এদিন কারখানার মূলফটকের সামনে একটি অনুষ্ঠানের মাধ্যমে দুঃস্থদের হাতে শীত বস্ত্র তুলে দিলেন মৃত্যঞ্জয় চট্টোপাধ্যায়।উপস্থিত ছিলেন (এইচ আর জি এম) আর কে সিং। ছিলেন সংস্থার পদাধিকারীরা।