নদীয়া-হরিনঘাটা, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার হরিন ঘাটার বিরহীতে গুরুত্বপূর্ণ রাস্তা nh,34/12 অবরোধ করে বিক্ষোভ স্হানীয় বাসিদের এর ফলে প্রচুর গাড়ি আটকে পড়ে যান জতের সৃষ্টি হয়।
বিক্ষোভ কারিরা জানায় বিরহিতে গোরুর হাট বসে সেখানে বিভিন্ন প্রান্তের মানুষ জমায়েত হয়,মানা হয় না করোনা স্বাস্হ্য বিধি,চারদিকে যেভাবে করোনা বৃদ্ধি পাচ্ছে তাতে করে এখানে ভয়ের আশংকা তৈরি হচ্ছে অভিলম্বে এই হাট বন্ধ করতে হবে এই দাবিতে বিক্ষোভ।
যদিও খবর পেয়ে ছুটে আসে হরিন ঘাটা থানার পুলিশ অধিকারীরা এবং প্রশাসনের হস্তক্ষেপে অবোধ তুলে নেয় বিক্ষোভ কারিরা।