পূর্ব মেদিনীপুর জেলাশাসকের সামনে একাধিক দাবি দাবা নিয়ে শিল্পীদের বিক্ষোভ ও ডেপুটেশন।

0
330

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- মুক্তমঞ্চ ফিরিয়ে দেওয়ার দাবিতে বেঙ্গল শিল্পী ফেডারেশন ইউনিটের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পীদের বিক্ষোভ ও পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কাছে ডেপুটেশন। তাদের দাবি গঙ্গা সাগর মেলা, জয়দেবের মেলা এবং নেতা মন্ত্রী দের মেলা যদি কোভিড বিধি মেনে হতে পারে তাহলে অন্যান্য অনুষ্ঠান কেন কোভিড বিধি মেনে হতে পারে না, শিল্পী দের বাঁচতে দিন, শিল্পীদের মুক্ত মঞ্চ ফিরিয়ে দিন, তার পাশাপাশি বহিরাগত কিছু পোশাক বিহীন দৃষ্টিকটু কিছু অনুষ্ঠান হয়ে চলেছে এই সমাজে যা প্রশাসনের সহযোগিতায়। যার ফলে আমরা এই সমস্ত নোংরা অনুষ্ঠানের ফলে আমাদের চোখের সামনে যুবসমাজকে নষ্ট হতে দেখতেছি ‌। তাই তাই যুবসমাজকে সাংস্কৃতিক জগতে ফিরিয়ে আনতে এবং তারা যেন তাদের মুক্ত মঞ্চ ফিরে পায় আবারো এই দাবিতে বৃহস্পতিবার কোভিড বিধি মেনে তারা জেলা শাসকের অফিসের বাইরে বিক্ষোভ দেখায় ও পরবর্তীতে ডেপুটেশন দেয়। তবে আগামী দিনে এই দাবি যদি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন শিল্পীরা।