বাড়ির মালিককে দরজা বন্ধ করে রেখে,অবাধে নিচের তলায় চুরি করে চম্পট দিল দুষ্কৃতীর।

আবদুল হাই, বাঁকুড়াঃ- বাঁকুড়া শহরের অন্যতম অভিজাত পল্লী হিসাবে পরিচিত শুভঙ্কর পল্লীর কবরডাঙ্গা এলাকা। সেখানে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অবসরপ্রাপ্ত কর্মী সুপিয়ার রহমান মন্ডলের বাড়ি। বাড়ির দোতলায় মালিক বসবাস করলেও নিচের তলায় ভাড়া থাকেন আজিজুল আলম শেখ নামের এক স্কুল শিক্ষক। গতকাল ওই স্কুল শিক্ষক সপরিবারে আত্মীয় বাড়ি যাওয়ায় নিচের তলা ফাঁকা ছিল। সেই সুযোগে একদল দুস্কৃতি দরজার খিল ভেঙে বাড়িতে ঢুকে দোতলার ঘরে বাড়ির মালিককে দরজা বন্ধ করে রাখে। এরপর একতলার ঘরে ভাড়াটিয়ার বাড়িতে অবাধে নিচের তলায় চুরি করে চম্পট দেয় দুস্কৃতিরা। বাড়ির মালিক জানিয়েছেন ভাড়াটিয়ার বাড়িতে থাকা আলমারিতে বেশ কিছু অলঙ্কার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দুস্কৃতিরা। বিষয়টি বাঁকুড়া সদর থানায় জানানো হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।

বাইট ঃ- সুপিয়ার রহমান মন্ডল ( বাড়ির মালিক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *