নদীয়ার কল্যাণী ব্লকে উদ্বোধন হলো কিষাণ মান্ডি।

0
336

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের কৃষকদের স্বার্থে স্বপ্নের প্রকল্প কিষাণ মান্ডি তৈরি করেছিলেন,। চাষিরা যাতে ন্যায্য মূল্যে সরাসরি কিষান মান্ডিতে এসে ধান বিক্রি করতে পারে সরকারকে। সেই উদ্দেশ্যেই নদীয়ার কল্যাণী ব্লকের শিমুরালি গ্রাম পঞ্চায়েতের কুমারপুর খালদার পাড়াতে উদ্বোধন হলো “কিষাণ মান্ডি”। উদ্বোধন করলেন, কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা দুর্লভ পান্ডা। উপস্থিত ছিলেন, কল্যাণী মহাকুমার খাদ্য নিয়ামক Samson Aind, কল্যাণী পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মোঃ হাবিব মণ্ডল, শিমুরালি গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিমা মন্ডল, চর কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ সিং ছাড়াও বহু কৃষক এবং বিশিষ্টরা। কল্যাণী ব্লকের চাষিরা তাদের ধান বিক্রি করতে চাকদহ কিষান মান্ডিতে যেতে হতো। কল্যাণী ব্লকে এতদিন কোনো কিষাণ মান্ডি ছিল না। কল্যাণী ব্লকের কৃষকদের কাছ থেকে সরকার যাতে সরাসরি ন্যায্যমূল্যে ধান ক্রয় করতে পারে, তার জন্যই আজ উদ্বোধন হলো “কিষাণ মান্ডির” প্রতি কুইন্টালে 1940+20=1960 টাকা করে পাচ্ছেন কৃষকরা। উপস্থিত কৃষকেরা কল্যাণী ব্লকে কিষাণ মান্ডি হওয়ায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here