গঙ্গা ঠাকুরের ১০০ বছরের ঐতিহ্যবাহী একদিনের মকর সংক্রান্তির মেলা শুনশান।

আবদুল হাই, বাঁকুড়াঃ প্রায় ১০০ বছর ধরে হয়ে আসছে গঙ্গা ঠাকুরের একদিনের মকর সংক্রান্তির মেলা।জানা গেছে,এক ব্যক্তি নদীতে জাল নিয়ে মাছ ধরতে আসে। সেই মাছ ধরার জালে উঠে আসে এই গঙ্গা ঠাকুর। তারপর থেকেই এই গঙ্গা ঠাকুরের নামে মেলা হয়ে আসছে।আর ৮ থেকে ৮০ সকলেই এই দিনটি অপেক্ষা করে থাকে।পৌষ সংক্রান্তি পূর্ণ লগ্নে টুসু দেবীকে নদী বা পুকুরে বিসর্জন দিয়ে নতুন জামা-কাপড় পরে আজকের দিনে দূর দূরান্ত থেকে মানুষেরা ছুটে আসে এই মকর সংক্রান্তির মেলা দেখতে। বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের দ্বারকেশ্বর নদীর পাড়ে এই ঐতিহ্যবাহী মকর মেলা অনুষ্ঠিত হয়। এদিনের মেলায় অধিকাংশ মানুষের মুখে মাস্ক দেখা গেল না ‌গত বছরের মতো এবার এই মেলায় ভিড় দেখা গেল না।রাস্তা ঘাটে মানুষের আনাগোনা নেই বললে চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *