মকর সংক্রান্তির অন্যতম ঐতিহ্য নারকেল লড়াই হল গোপীবল্লভপুরের গ্রামে।

0
258

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: মকর সংক্রান্তির দিনে জুনশোলা গ্রামের মানুষজন মেতে ওঠেন নারকেল লড়াইয়ে। গ্রাম্য ভাষায় তারা সেটিকে ‘নাড়িয়ে নঢ়েই’ বলে থাকেন। প্রতি বছরই ঘটা করে ঝাড়গ্রাম জেলা গোপীবল্লভপুর ২নং ব্লকের জুনশোলা গ্রামে এই লড়াইয়ে মেতে ওঠেন বাসিন্দারা। নদীতে মকর স্নান সেরে এসে এই খেলায় অংশগ্রহণ করেন মানুষজনেরা। দু পাশ থেকে দু’জন নারকেল ছোঁড়েন। যার নারকেল ফেটে যায় তিনি হেরে যান। এই ভাবে শেষ পর্যন্ত যেই নারকেল টি থাকে সেই নারকেল টির মালিককে পুরষ্কৃত করা হয়। এ বিষয়ে জুনশোলা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ পাল বলেন, ‘এটি অনেক পুরোনো ঐতিহ্য। প্রতি বছর আমরা এটা পালন করে থাকি। এছাড়াও অন্যান্য প্রাচীন রীতি গুলিও পালিত হয় আমাদের গ্রামে।’