শ্মশানমন্দিরকে মেলা দামোদর নদীর তীরে।।

আবদুল হাই, বাঁকুড়াঃ পৌষ মাসের সংক্রান্তি ধরে হয় পৌষ পরব।এই পরব বাঙ্গালিদের মধ্যে অন্যতম এক পরব।কেউ আবার মকর পরবও বলে থাকে।রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলার সর্বত্রই এই পরবে মেতেছেন আট থেকে আশি সকলেই।সেই মতো বাঁকুড়া জেলার বড়জোড়া থানার অন্তর্গত দামোদর তীরবর্তী দুই গ্রাম রাজমাধবপুর ও পুড়োকোন্দা শ্মশানমন্দির কে কেন্দ্র করে বসলো মেলা।কোভিড বিধি মেনেই এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।কোভিডের কারনে গতবছরের তুলনায় এবার দোকান দানি ও সাধারণ মানুষের ভিড় ছিল অনেক কম।
রাজমাধবপুর গ্রামের বাসিন্দা তথা শ্মশান মেলা কমিটির এক সদস্য, মানবেন্দ্র রুই দাস আমাদের জানান যে,আমাদের এখানে দীর্ঘ পাঁচ বছর ধরে এই মেলা হয়ে আসছে।কোভিড বিধি মেনেই আমরা এই মেলা শুরু করেছি।করোনার কারনে এবছর কীর্তন বাউল বন্ধ রাখা হয়েছে।মোট তিন থেকে চার হাজারের মতো এখানে মেলা দেখতে আসেন ও নরনারায়ন সেবাই অংশ নেই।
পুড়োকোন্দা গ্রামের বাসিন্দা বুধন ঘোষ আমাদের জানানা,পুড়োকোন্দা ও রাজমাধবপুর গ্রামের এই মেলা আমরা সমস্ত রকম কোভিড বিধি মেনেই শুরু করেছি।আমাদের এই মেলা পাঁচ বছরে পদার্পন করলো।
সরকারি ভাবে যদি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে তাহলে উপকৃত হবো।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *