উপহার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা।

0
282

সিউড়ি, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার সিউড়ি শহরের স্বেচ্ছাসেবী সংস্থা উপহার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সিউড়ি সংলগ্ন আদিবাসী এলাকা সিউড়ি দুই নম্বর ব্লকের অন্তর্গত নিজুরি গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে মূলত আদিবাসী এবং গ্রামের প্রান্তিক মানুষদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সচেতনতায় জোর দেওয়া হয়। প্রেসার, সুগার একই সাথে বর্তমানে ভাইরাল ইনফেকশন বেড়ে চলেছে সেইসবের দিকে খেয়াল রেখে এই সংস্থা এই শিবিরের আয়োজন করে যাতে মানুষরা সুস্থ থাকতে পারে। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতালের নিউরোলজিস্ট ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, জনস্বাস্থ্যকর্মী প্রিয়নীল পাল সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। এই শিবিরে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয় এবং প্রয়োজনীয় সব ধরনের ওষুধ পত্র তাদের প্রদান করা হয়। বর্তমান দিনে দেখা যাচ্ছে সুগার এবং প্রেসারের মতো রোগ গোপনেই বেড়ে চলেছে তাই আগে ভাগে পরীক্ষা করে যদি চিকিৎসা শুরু করা যায় তাহলে ভবিষ্যতে বড় রোগকে প্রতিহত করা যায়। এই লক্ষ্য নিয়ে সারা মাস জুড়ে গ্রামে গ্রামে ঘুরে এই সমস্ত স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে এই সংস্থা। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা নিউরোলজিস্ট ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য জানান, আমি সবসময় সংস্থার পাশে আছি এবং এরকম শিবিরের ফলে জনস্বাস্থ্য প্রচন্ড পরিমাণে উন্নত হচ্ছে। সংগঠনের তরফ থেকে প্রিয়নীল পাল জানান, আমরা বিগত দুবছর থেকে এরকম বিনামূল্যে শিবির করে চলেছি এবং আগামী দিনেও করে চলবো। আমাদের লক্ষ্য একটাই, জনস্বাস্থ্য উন্নত থেকে উন্নততর করার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here