নদীয়া, নিজস্ব সংবাদদাতা:– উনিশ বছর বয়সী এক তরুণীর ডিম্বাশয় থেকে প্রায় ১২কেজি ওজনের টিউমার অপারেশন করে নজির গড়ল নদীয়ার কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল।ওই হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক ডাঃ অভিজিৎ হালদার তার সহযোগী চিকিৎসক নার্সদের নিয়ে বৃহস্পতিবার বিরল এই অপারেশন করেন। অন্তঃসত্ত্বা অবস্থায় রানাঘাটের বাসিন্দা ওই তরুণী সন্তান প্রসব করার জন্য ভর্তি হয়েছিলেন রানাঘাট মহাকুমা হাসপাতালে।প্রায় দেড় কেজি ওজনের সন্তান স্বাভাবিকভাবে প্রসব করার পর তার প্রতি অসম্ভবরকম ফোলা দেখাচ্ছিল। সন্দেহ হয় ওই তরুণীর আলট্রাসনোগ্রাফি করা হয়। প্রথমবার কিছু বোঝা না গেলেও দ্বিতীয়বার আলট্রাসনোগ্রাফি করার পর ওই তরুণী পেটে টিউমার রয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত হন। এরপর ওই তরুণীকে জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাঃ অভিজিৎ হালদার তাকে পরীক্ষা করানোর পর অপারেশন করার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার অপারেশন করার পর ওই তরুণীর বাঁ দিকের ডিম্বাশয় থেকে ১২ কেজি ওজনের একটি টিউমার অপারেশন করে বার করা হয়।ডা: অভিজিৎ হালদার বলেন,’সন্তান প্রসব করার পরেও রোগীর পেট একজন গর্ভবতী মহিলার মতো ছিল,এমন অবস্থায় জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হয়। সিটি স্ক্যান সহ কয়েকটি পরীক্ষার পর টিউমার ধরা পড়ে।রোগীর একটা ডিম্বাশয়ে প্রায় ১২কেজি ওজনের টিউমারের সাথে সাথে অপর ডিম্বাশয়েও একটা ডারময়েড সিস্ট ছিল। অপারেশনের মাধ্যমে বের করে নেওয়া হয়েছে। আর একটা ডিম্বাশয় সংরক্ষন করা হয়েছে।ওই তরুণী পরবর্তীতে আবার সন্তান ধারন করতে পারে। অপারেশন ভালো ভাবে সম্পন্ন হয়েছে। রোগী সুস্থ রয়েছেন।’