জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যসরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়ার পরও চাকরি মেলেনি।তাই অবস্থান আন্দোলন করার হূশিয়ারী দিলেন Klo লিঙ্ক ম্যানরা।জলপাইগুড়ি পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান আন্দোলন করার কথা জানালেন তারা। আগামী 17ই জানুয়ারি এই আন্দোলন করার কথা তারা জানিয়েছেন।জলপাইগুড়ি তে মোট 442জন কেএলও লিঙ্কম্যানের মধ্যে 212জনের পুলিশ ভ্যারিফিকেশন করা হয়েছে।কিন্তু দীর্ঘ এক বছর পার হবার পর আজ পযর্ন্ত তাদের চাকরি হয়নি।তাই বাধ্য হয়ে অবস্থান আন্দোলনের কর্মসূচী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন klo
রাজ্যসরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়ার পরও চাকরি মেলেনি।তাই অবস্থান আন্দোলন করার হূশিয়ারী দিলেন Klo লিঙ্ক ম্যানরা।

Leave a Reply