শান্তিনীড় আবাসনের ভবঘুরেদের সঙ্গে দেখা করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা।

আবদুল হাই, বাঁকুড়াঃ এদিন তিনি এখানে যেসব বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধারা গৃহহীন, ছেলেমেয়েরা দেখেনা সেই সকল বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে দীর্ঘক্ষন কথা বললেন তাদের অভাব অভিযোগ শুনলেন। সেইসঙ্গে তাদের হাতে কিছু সামগ্রী উপহার তুলে দেন তিনি। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন কলকাতায় বিধায়ক ভবনে এই শান্তিনীড় আবাসনে ভবঘুরেদের কথা জানতে পারার পরে আজ এখানে
তাদের সঙ্গে দেখা করতে।এসেছি। এই কর্মসূচিতে আশা পৌরভোটে কোন সম্পর্ক নেই। তিনি বলেন আমি প্রতিনিয়ত সকলের সঙ্গেই যোগাযোগ রেখে চলি। বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের প্রতিবন্ধী ও আবাসিক ছেলেমেয়ে থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখি। আজও সেই রকমই তাদের সঙ্গে দেখা করতে এসে তাদের সঙ্গে কথা বললাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *