নদীয়া, নিজস্ব সংবাদদাতা:– নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক মিটিংয়ে মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করার প্রথম পরিদর্শন হিসেবে আজ জেলা স্বাস্থ্য আধিকারিক, উপ স্বাস্থ্য আধিকারিক, সহকারী জেলা প্রশাসক, শান্তিপুর বিধানসভার বিধায়ক এবং হাসপাতাল সুপারেন্টেন্ড ঘুরে দেখেন সমগ্র হাসপাতাল চত্বর। সি এম ও এইচ জানান মুখ্যমন্ত্রীর কথামতোই আজ তাদের প্রথম পর্যবেক্ষণ, এরপর দফায় দফায় চলতে থাকবে বৈঠক এবং পর্যবেক্ষণ।
বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, নির্বাচনে জয়লাভ করার পর শান্তিপুরের মানুষের প্রধান সমস্যা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছিলাম, আর তাতেই তার আশীর্বাদ স্বরূপ অনুমতি পাওয়া গেছে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল কে গড়ে তোলার জন্য। করোনা পরিস্থিতির জন্য বেশ কিছুটা কাজের সময় বিলম্বিত হচ্ছে ঠিকই, তবে সকলেই অত্যন্ত তৎপরতার সাথে এগিয়ে চলছেন এ বিষয়ে।
সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির উদ্দেশ্যে জেলা স্বাস্থ্য আধিকারিক এবং জেলা প্রশাসনকে নিয়ে বিধায়কের প্রথম পর্যবেক্ষণ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে।

Leave a Reply