১৬ জানুয়ারি থেকে আংশিক লক ডাউনের সময় সীমা বাড়াল দুবরাজপুর পৌরসভা।

0
270

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। সেইসঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে মানুষের অসচেতনতা। প্রশাসনের পক্ষ থেকে বার বার জনসাধারণকে সচেতন করা হচ্ছে। কিন্তু কবে হুঁশ ফিরবে তাঁদের। এই করোনা অতিমারীকে আটকাতে আবারও আংশিক লক ডাউনের পথে হাঁটল বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভা। কিন্তু তাতে সময়সীমা বাড়ানো হয়েছে। তাই দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যে, আগামীকাল অর্থাৎ ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত দুবরাজপুর শহরের সমস্ত দোকানপাট, বাজার ইত্যাদি খোলা থাকবে। তারপর সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস পত্র এবং ওষুধের দোকান খোলা থাকবে বলে জানান দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পান্ডে। তিনি আরো জানান, আগে আমরা সকাল ৬ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশ দিয়েছিলাম। কিন্তু আগামীকাল অর্থাৎ ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ানো হল। আমরা মাইকে প্রচার করে জনসাধারণের কাছে এই বার্তা পৌঁছে দেব। পাশাপাশি ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা পেয়েছেন বলেও তিনি জানান।