দুর্ঘটনাকে এড়াতে এবার ট্রাফিক সিগন্যাল এর আনুষ্ঠানিক উদ্বোধন জেলা পুলিশের।

0
286

আবদুল হাই,বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার বিভিন্ন ব্ল্যাকস্পট গুলিতে ইতিমধ্যেই চিহ্নিতকরণ করেছিল জেলা পুলিশ। এবার আসা যাক ব্ল্যাকস্পট কি? ব্ল্যাকস্পট হলো জেলার এমন জায়গা গুলি যেখানে প্রতিনিয়ত পথদুর্ঘটনায় প্রাণ চলে যেত একাধিক ব্যক্তির। সেই ব্ল্যাল স্পট গুলিকে চিহ্নিতকরণ করার পরই নড়েচড়ে বসে ছিল জেলা পুলিশ। পরবর্তীতে যাতে কোন মায়ের কোল আর খালি না হয়ে যায় তার জন্য আলোচনার ভিত্তিতে প্রত্যেকটি ব্ল্যাকস্পটে সিসিটিভি ফুটেজের সাথে সিগন্যাল ব্যবস্থাকে আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ। আজ বাঁকুড়া জেলার সংশ্লিষ্ট সেই ব্ল্যাকস্পট গুলি যথা ধলডাঙ্গা মোড়,পোয়াবাগান,হেভি মোড়, বড়জোড়া সমেত সব জায়গা গুলিতে সিসিটিভি সহ ট্রাফিক সিগন্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান জেলায় মোট ২৮ টি ব্ল্যাক স্পট চিহ্নিতকরণ হয়েছে,সেই জায়গাগুলিতে ট্রাফিক সিগনাল আঁটোসাঁটো করে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাবে জেলা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here