অসম-বাংলা সীমান্ত প্লাইউড ফ্যাক্টরিতে আগুন,চাঞ্চল্য।

মনিরুল হক, কোচবিহার: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো একটি প্লাইউড মিলে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ২ টা নাগাদ কোচবিহার জেলার বক্সিরহাট থানার অন্তর্গত জোরাইমোর লক্ষী টিম্বার ইন্ডাস্ট্রিজে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, অসম-বাংলা সিমান্তের ১৭ নং জাতীয় সড়ক ধরে চলাচল এর সময় পণ্যবাহী লরি চালকরা প্রথম আগুনের শিখা লক্ষ করেন, তৎক্ষণাৎ তারা খবর দেয় অসম –বাংলা সিমান্তে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীদের। পরে পুলিশকর্মীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বক্সীরহাট দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন, আসে বক্সিরহাট থানার পুলিশও। দীর্ঘ ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্লাইউড মিলের চিমনির পুড়ে যাওয়া ছাই থেকেই ওই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাটির লাটে।

দমকল দপ্তরের আধিকারিকদের অভিযোগ, প্লাইবোর্ড ফ্যাক্টরি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের গাফিলতির ঘটনা আরো একবার স্পষ্ট। প্লাইউড ফ্যাক্টরিতে জল এর ব্যাবস্থা থাকলেও সেই জল দিয়ে আগুন নেভানোর কোনো রকম চেষ্টাও তারা করে উটতে পারেনি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। একাধিকবার প্লাইউড মিলে অগ্নি সংযোগ এর ঘটনায় প্লাইউড ফ্যাক্টরির গাফিলতির অভিযোগ তুলছেন দমকল দপ্তরের আধিকারিকও। একাধিকবার ওই প্লাইউড ফ্যাক্টরিতে অগ্নিসংযোগের ঘটনা তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন বলেও সাংবাদিকদের জানান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *