শীতার্ত অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিল বাঁকুড়ার হিতৈষী।

0
332

আবদুল হাই, বাঁকুড়াঃ সমাজে এখনো এমন কিছু মানুষ রয়েছেন যাদের শরীরের পোশাক টুকুও কেনার সামর্থ্য নেই। সেই সমস্ত অসহায় দুঃস্থ মানুষদের কথা চিন্তা করে এগিয়ে এলো বাঁকুড়া হিতৈষী। বাঁকুড়ার হিতৈষীর উদ্যোগে শালবেদিয়া বিবেকানন্দ ক্লাবের সহযোগিতায় আজ রবিবার বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের শালবেদিয়া,মাধবপুর,সুবর্ণতোড় গ্ৰামের কোভিড বিধিনিষেধ মেনে
৩০০ জন শীতার্ত দুঃস্থ অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়।যেসকল মানুষেরা এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মাস্ক নিয়ে আসেনি তাদেরকে মাস্ক দেওয়া হয়। হিতৈষী শুধুমাত্র বস্ত্র বিতরণ নয় সারাবছর ধরে রক্তদান কর্মসূচি, স্বাস্থ্য শিবির, এছাড়াও মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্য, অসহায় দুঃস্থ মানুষদের পাশে থাকা এসব কাজকর্ম করে দৃষ্টান্ত স্থাপন করেছে।