হাতির তান্ডবে ভাঙলো বসতবাড়ি।

0
393

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : রাতের অন্ধকারে হাতির তাণ্ডবে ভাঙল বসতবাড়ি , ঘর থেকে বের করে নষ্ট করল চাল আতঙ্কিত গ্রামের সাধারণ মানুষরা । বারবার হাতির আতঙ্কে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছেন সোনামুখী জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার গ্রামবাসীরা । রবিবার গভীর রাতে সোনামুখী রেঞ্জের শিবেরবাঁধ গ্রামের বুধন মুর্মু নামে এক ব্যক্তির বাড়ি ভেঙে দেয় বুনো হাতির দল । অন্যদিকে ঠান্ডামুনি মুর্মু নামে এক গৃহস্থের বাড়ি থেকে চাল বের করে নষ্ট করে দেয় হাতির দল । পাশাপাশি তার প্রায় বিঘা দেরেক আলু জমি নষ্ট করে । রীতিমতো এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের সাধারণ মানুষরা । সন্ধ্যা হলেই গৃহবন্দি হয়ে থাকতে হচ্ছে তাদের কেননা বাড়ির বাইরে বেরোলে যেকোনো মুহূর্তে প্রাণহানির মত দুর্ঘটনা ঘটতে পারে ।

গ্রামবাসীরা জানান , বনদপ্তর দ্রুত হাতে গুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে গেলে ভীষণ উপকৃত হয় ।