নদীয়াতে আবারো 200 টাকা থেকে আড়াইশো টাকায় বিক্রি হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- নদীয়াতে আবারও বিক্রি হচ্ছে 200 টাকায় সবুজ সাথী প্রকল্পের সাইকেল। বিগত দিনে আমরা দেখেছিলাম নদীয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় ভাঙ্গার এর কাছে বিক্রি হচ্ছিল 200 টাকায় সবুজ সাথী প্রকল্পের সাইকেল। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নদীয়ার রানাঘাট এক নম্বর ব্লকের তারাপুর অঞ্চলে। যদিও ছাত্র-ছাত্রীদের অভিযোগ তারা স্কুল থেকে সাইকেল নিয়ে এসে মোটা অংকের টাকা খরচ করে সাইকেল সারাই করে নিতে হচ্ছে। সেই সাইকেল নিয়ে স্কুলে যেতে না যেতেই প্রতি এক মাস অন্তর সাইকেল আবার সারাই করতে হচ্ছে ।তাহলে প্রশ্ন এখানেই বারংবার ছাড়াই করার জন্যই বা খরচের জন্য কি তারা সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি করছে। এই 200 থেকে আড়াইশো টাকায় সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি কে কেন্দ্র করে কিন্তু এক প্রকার চাপানউতোর রাজনৈতিক মহলে।বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এইসব প্রকল্পের নাম করে কোটি কোটি টাকা তছরুপ করছেন রাজ্য সরকার। ছেপক প্রকল্পের মাধ্যমে মানুষ উপকৃত হবার জায়গায় বেশিরভাগ সময়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ রাজ্য সরকার সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে যে সাইকেল দিচ্ছেন সেই সাইকেল ব্যবহার যোগ্য নয়। সেই কারণেই তারা এই সাইকেল 200 টাকায় বিক্রি করে দিচ্ছেন। অন্যদিকে সিপিএমের তরফ থেকেও কিন্তু একইরকম আক্রমণ রাজ্য সরকারকে। সিপিএমের স্থানীয় নেতা হিমাংশু বিশ্বাস জানান প্রকল্পের নাম করে কোটি কোটি টাকা তছরুপ করছেন। যে সাইকেল ব্যবহার যোগ্য নয় সেই সাইকেল ছাত্রছাত্রীকে দেওয়া উচিত নয় বলেও তিনি কটাক্ষ করলেন। তারাপুর পঞ্চায়েত প্রধান বিপুল মন্ডল জানান বিষয়টি আমার জানা নেই তবে আপনাদের মাধ্যমে যেটুকু দেখলাম গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এবং তিনি আরও জানালেন বিরোধীরা বিরোধীতা করবেন তারা যদি রাজ্য সরকারের সঙ্গে মিলিত ভাবে কাজ করতো তাহলে রাজ্যে আরো উন্নয়ন হত বলেও তিনি জানান। এখন দেখার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী প্রকল্প কে আগামী দিনে কতটা দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারেন এবং এই সবুজ সাথী প্রকল্প কে বাঁচাতে কি কি পদক্ষেপ গ্রহণ করেন সরকারি বিভাগীয় আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *