নদীয়ার ফুলিয়ার রেললাইনে পড়ে রয়েছে অস্বাভাবিক মৃতদেহ।

0
327

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ফুলিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন প্ল্যাটফর্ম নাম্বার 1 এবং 2 তে সচরাচর ট্রেন চলাচল হয়ে থাকে তিন নম্বর লাইনটি রেল কর্তৃপক্ষ ইনস্পেকশন কার এবং অন্যান্য বিশেষ প্রয়োজনে ব্যবহার হয়ে থাকে আর সেই রেল লাইনের উপরেই গতকাল রাত থেকে একটি কম্বল চাপা দেওয়া অবস্থায় কেউ একজন শুয়ে আছে এমনটাই লক্ষ্য করেছেন অনেকেই। আজ সকাল 9 টা পর্যন্ত সময় অতিক্রান্ত হলেও নড়াচড়া করে নি দেখে এলাকার স্থানীয় দোকানদাররা লক্ষ্য করেন পঞ্চাশোর্ধ ওই ব্যক্তি মৃত এরপর। আরপিএফ কে খবর দিলে, তারা মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাবে তবে এখনো পর্যন্ত অজ্ঞাত পরিচয় বলেই জানা গেছে।