শুধু শহরেই 173 টি ঢালাই রাস্তা সমাপ্তির পথে শান্তিপুর পৌরসভার উদ্যোগে।

0
173

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নবগঠিত পৌর প্রশাসক মন্ডলীর উদ্যোগে শান্তিপুর শহরের 24 টি ওয়ার্ডেই নির্মিত হচ্ছে একটি করে রাস্তা। যদিও এর আগে পাড়ায় সমাধান কর্মসূচিতে বেশ কিছু রাস্তা নির্মিত হয়েছে নতুন করে। এ প্রসঙ্গে প্রশাসক সুব্রত ঘোষ জানান, পাড়ায় সমাধান এবং 15 তম অর্থ কমিশন যোজনায় 273 টি ঢালাই রাস্তা সম্পন্ন হয়েছে। এখনো 58 টি কাগজপত্র কাজ এগিয়ে রয়েছে, খুব শীঘ্রই সেগুলো সম্পন্ন হবে। আজ শান্তিপুর শহরের 17 নম্বর ওয়ার্ডের পোড়াডাঙ্গা পাড়ায় এমনই এক রাস্তার ফলে উপকৃত পরিবারবর্গ উচ্ছ্বাসিত। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার দীপঙ্কর সাহা বর্তমান রাজ্য সরকার এবং শান্তিপুর পৌরসভার ওকে ধন্যবাদ জ্ঞাপন করেন এ বিষয়ে।