সাপে-নেউলের লড়াই,নেউলের আক্রমণে কাহিল বিষধর সাপ, ক্ষতবিক্ষত সাপ টি কে রক্ষা করল গ্রামবাসীরা।

0
380

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- কথায় আছে সাপ নেউলে এর যুদ্ধ। এই প্রবাদ বাক্যটি দীর্ঘদিন থেকেই শুনে আসছেন সকলেই। কিন্তু বাস্তবে তা খুব একটা দেখা যায়না।
আর সেই রকমই এক সাপে নেউলের লড়াই দেখলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বাসিন্দারা । সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বারুনি ঘাট এলাকায়।
সোমবার সকালে গ্রামবাসীরা দেখতে পায় গ্রামের পাশে একটি গাছের তলায় সাপ আর নেউলের দীর্ঘক্ষণ ধরে যুদ্ধ চলছে। গ্রামবাসীরা ঘটনা স্থলে পৌঁছালে নেউলটি পালিয়ে যায়। কিন্তু বিষধর সাপটি নেউল এর আক্রমণে যন্ত্রনায় ছটকাতে থাকে। ওই এলাকার
গ্রামবাসীরা সেই ক্ষত বিক্ষত সাপটিকে জল দিয়ে সুস্থ করে। সাপটি সুস্থ হওয়ার পর আবার ধীরে ধীরে গাছের গোড়া দিয়ে পালিয়ে যায়। ওই ঘটনা দেখেই কার্যত হতভম্ব হয়ে পড়ে গ্রামবাসীরা।