চিকিৎসার জন্য নবদ্দীপ মহিশুরা গ্রামের চরগাদখালি ঘোষপাড়ায় এসেছিলেন বোনের বাড়িতে, তার পর থেকে নিখোজ এক মহিলা।

0
395

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব বর্ধমানের ভাতার থানার সেঁডুয়া গ্রাম থেকে বড় মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য নবদ্দীপ মহিশুরা গ্রামের চরগাদখালি ঘোষপাড়ায় এসেছিলেন বোনের বাড়িতে। সেখানেই গত শনিবার আনুমানিক সকাল সাড়ে নটা নাগাদ গৌরাঙ্গ সেতুর কাছে গঙ্গা স্নান করতে যাবেন বলে বেরিয়ে পড়েন সুমিত্রা রানী ঘোষ। এর পর 24 ঘন্টা কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে ওঠেন বোনের পরিবার। বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও সন্ধান না পেয়ে অবশেষে সোমবার দুপুরে নবদ্বীপ থানায় একটি নিখোঁজ ডায়েরি করে নিখোঁজ হয়ে যাওয়া সুমিত্রা রানী ঘোষ এর বড় মেয়ে নির্মিতা ঘোষ। তারপর মঙ্গলবার সকাল থেকেই নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে ভাগীরথী নদীতে খোদ চালাতে শুরু করে নবদ্বীপ থানার পুলিশের তত্ত্বাবধানে দুর্যোগ মোকাবেলা দপ্তরে কর্মীরা।