নদীয়া-শান্তিপুরথানা, নিজস্ব সংবাদদাতা:- আজ থেকে সমস্ত বিধিনিষেধ মেনে খোলা হলো শান্তিপুর থানায় অবস্থিত ডিআইও অফিস। উল্লেখ্য গত কয়েকদিন আগে শান্তিপুর থানায় অবস্থিত ডিআইও অফিসে একজন ডিআইও অফিসারসহ দুজন সিভিক ভলেন্টিয়ার করোনা আক্রান্ত হয়, যার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ডিআইও অফিস। আজ সাধারণ মানুষকে পরিষেবা দিতে সমস্ত করোনার বিধিনিষেধ মেনে খুলে গেল ডিআইও অফিস। জানা যায় সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে ডিআইও অফিসের সামনে রাখা হয় ড্রপবক্স, যারা পাসপোর্ট ভেরিফিকেশন এর জন্য আসেন তাদের নথিপত্র ওই ড্রপবক্সে রাখার নির্দেশ দেয় ডিআইও অফিসের অন্যান্য অফিসাররা। এছাড়াও ডিআইও অফিসে প্রবেশের ক্ষেত্রেই রাখা হয়েছে স্যানিটাইজার, এখন থেকে সমস্ত করোনার বিধিনিষেধ মেনেই আপাতত খোলা হল ডিআইও অফিস।