নতুন বছরের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ক্যালেন্ডারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব।

0
307

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- নতুন বছরের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ক্যালেন্ডারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব। বুধবার সকালে ইংরেজবাজার পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির তৃণমূল নেতা সন্তোষ ঠাকুরের নেতৃত্বে বাড়ি বাড়ি এই ক্যালেন্ডার বিলির ব্যবস্থা করা হয়। যেখানে নতুন বছরের মুখ্যমন্ত্রীর সাধারণ মানুষের প্রতি শুভেচ্ছা বার্তা দেওয়া রয়েছে। এদিন ওই ওয়ার্ডের কৃষ্ণপল্লী, মুসলিমপাড়া সহ একাধিক এলাকায় কয়েকশো বাড়িতে নতুন বছরের ক্যালেন্ডার বিলি করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
দলের ওয়ার্ড কমিটির নেতা সন্তোষ ঠাকুর বলেন, আমরা এদিন এই ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাড়িতে জনসংযোগ বাড়াতে মুখ্যমন্ত্রী শুভেচ্ছাবার্তা দেওয়া ক্যালেন্ডার বিলি করেছি এবং সাধারণ মানুষের সঙ্গে এই ক্যালেন্ডার বিলির মাধ্যমে মতামত বিনিময় করা হয়েছে।