ব্লক প্রশাসনের উদ্যোগে সহায়ক মূল্য ধান ক্রয় শুরু হলো বক্সিরহাটে।

0
338

মনিরুল হক, কোচবিহারঃ কৃষকদের থেকে সরাসরি সহায়ক মূল্য খরিফ মৌসুমের ধান ক্রয় কেন্দ্র শুরু হলো কোচবিহারের বক্সিরহাটে। এদিন তুফানগঞ্জ ২নং ব্লকের ভানুকুমারী ১নং গ্রাম পঞ্চায়েতের বক্সিরহাট শিবগঞ্জ বাজারে এই কেন্দ্র বসে। এর আগে তুফানগঞ্জ ২ নং ব্লক জুড়ে ১১টি গ্রাম পঞ্চায়েতের কৃষকরা সহায়ক মূল্য ধান বিক্রয় করতে ছুটে যেতে হতো তুফানগঞ্জ কিষান মান্ডিতে। এদিনের এই ধান ক্রয় কেন্দ্রে উপস্থিত ছিলেন, তুফানগঞ্জ ২নং ব্লক সহ সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং অন্যান্যরা।
এদিন, তুফানগঞ্জ ২নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডুর নেতৃত্বে তুফানগঞ্জ প্রান্তিক প্রডিউসার অরগানাইজেশন এর মাধ্যমে প্রথম দিন ১০জন কৃষকের থেকে মোট ১৮০ প্যাকেট ধান ক্রয় করা হয় বলে জানা গিয়েছে।
অর্গানাইজেশন এর সদস্য গৌতম বিশ্বাস জানান, এদিন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর তৎপরতায় খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে কৃষকদের থেকে সরাসরি ১৯৪০ টাকা মন প্রতি ধান ক্রয় করাহয়। এতে উপকৃত হবেন বহু কৃষক।