সাধারণ মানুষদের খোঁজ খবর নিতে প্রায় বছর খানেক বাদেও দক্ষিণ দিনাজপুর জেলা সফরে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: শুধুমাত্র ভোটের প্রচারে এসে সাধারণ মানুষদের খোঁজ-খবর নেওয়া নয় সাধারণ মানুষদের খোঁজ খবর নিতে প্রায় বছর খানেক বাদেও দক্ষিণ দিনাজপুর জেলা সফরে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা। জেলার একাধিক বিজেপির জনপ্রতিনিধিরা যখন নির্বাচনের পূর্বে হাজারো মিষ্টিভাষী প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়লাভ পরবর্তী সময়ে একাধিক গ্রামে যাওয়ার দিকে কার্যত পা-ও মারান না বলে একাধিক অভিযোগ রয়েছে সেখানে উল্টো দিকে গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের দলীয় প্রার্থীদের সমর্থনে গ্রামে গ্রামে প্রচার করা বীরবাহা হাসদা মন্ত্রী হয়েও গ্রামের মানুষদের খোঁজ খবর নিতে সশরীরে জেলায় আসায় খুশি জেলার সাধারণ মানুষরা। উল্লেখ যে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে আসেন। মঙ্গলবার বুনিয়াদপুরের সার্কিট হাউসেই প্রতিমন্ত্রী বীরবাহা হাসদাকে পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান দক্ষিণ দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা এবং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী। যার পরে বুধবার সকালে বীরবাহা হাসদা বোল্লা এলাকার বোল্লা রক্ষাকালী মাতার মন্দিরে পূজো দেন এবং মন্দির চত্বরে থাকা অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্রও বিতরণ করেন। পাশাপাশি তৃণমূলের স্থানীয় তৃণমূল কর্মী থেকে শুরু করে গ্রামের বাসিন্দাদের খোঁজ খবরও নেন। এদিন বোল্লা রক্ষাকালী মাতার মন্দিরে পূজো দেওয়ার সময় বীরবাহা হাসদা-র সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহসভাধিপতি ললিতা টিজ্ঞা, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিসকু এবং দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি উজ্বল বসাক। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন মন্ত্রী বীরবাহা হাসদা বলেন ভোটের প্রচারে এসে এই এলাকার মানুষের সাথে দেখা করে গিয়েছিলাম এবং সে সময় বলেও গিয়েছিলাম আমি এলাকায় ফিরে আসতেও চাই, সূযোগ হয়ে উঠছিল না, একটু সূযোগ পেয়েছি তাই সবার সাথে সম্পর্কটা একটু ঝালিয়ে নিলাম। একই সঙ্গে এদিন তিনি জানান পরবর্তী সময়েও তিনি বারবার আসবেন জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *