জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- করোনা টেষ্ট করাতে একাধিক মানুষের সাথে ঝামেলায় জড়ালেন পুলিশ।বুধবারের ঘটনা।এই দিন সকালে দিনবাজার এলাকায় করোনায় একাধিক পথ চলতি মাস্ক না পড়া মানুষ করোনার টেস্ট করাতে অনিচ্ছা প্রকাশ করে।তর্ককরে পুলিশের সাথেও ।ফলে এক রকম ঝামেলায় জড়িয়ে পড়ে পুলিশ কর্মীরা।।আজ জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন এলাকায় রেপিড এন্টিজেন টেস্ট করা হয়। এলাকায় যেসব লোক মাক্স না পড়ে কভিড বিধি কে মান্যতা না দিয়ে চলাচল করছে তাদের পৌরসভার উদ্যোগে এই রেপিড এন্টিজেন টেস্ট করা হয়। কিন্তু এই মাক্স না পড়া ব্যক্তিদের টেস্ট করানোর উদ্যোগ নেবা হয় কিন্তু তাতেও বিপত্তি ।পুলিশের সাথে বিবাদ শুরু হয় মাক্সি হিন জনতার , মাক্স না পড়া সত্ত্বেও তারা করোনা টেস্ট করবেন না এই নিয়ে বিবাদ শুরু হয় পুলিশের সাথে। মাক্সি হিন জনতাদের,” দাবি কয়েকদিন আগেই তো টেস্ট করে করে গেলাম আবার কেন করব” ।তবুও পড়ব না মাস্ক
করোনা টেষ্ট করাতে একাধিক মানুষের সাথে ঝামেলায় জড়ালেন পুলিশ।

Leave a Reply