নদিয়া শান্তিপুরে, গৃহস্থ বাড়ির গেটের তালা এবং আলমারির লকার ভেঙে দুঃসাহসিক চুরি।

0
385

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গৃহস্থবাড়ির গেটের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর থানার পাগলা গোস্বামী পাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা তড়িৎ মনির অভিযোগ গতকাল তিনি তার পরিবারকে নিয়ে বাড়িতে ছিলেন না। গভীর রাতে তার বাড়ির গেটের তালা ভেঙে একদল দুষ্কৃতী তাণ্ডব চালায়, এছাড়াও আলমারিতে রাখা নগদ অর্থ সহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে নেই দুষ্কৃতীরা পাশাপাশি গোটা ঘরে তাণ্ডব চালায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরে দেখেন তার গেটের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। ঘরের ভেতরে ঢুকে দেখেন গোটা ঘর তছনছ অবস্থায় রয়েছে, এবং আলমারিতে রাখা নগদ টাকা উধাও। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন অভিযোগকারী তড়িৎ মনি। অভিযোগের ভিত্তিতে তদন্তে যাই শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। যদিও চুরির ঘটনায় কে বা কারা জড়িত তার দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।