সামান্য বৃষ্টিতে রাস্তা জল মগ্ন এমনই অভিযোগ স্থানীয়দের।

0
109

নিজস্ব সংবাদদাতা, মালদা:—-সামান্য বৃষ্টিতে রাস্তা জল মগ্ন এমনই অভিযোগ স্থানীয়দের।সেই জল জমে থাকে দীর্ঘ সময় ধরে।জল জমে যাওয়ায় এলাকাবাসীর বেশ সমস্যা হয়।স্থানীয়দের অভিযোগ বার বার মেম্বার,প্রধানকে জানিয়ে ও কোনো সুরাহা হয়নি।মিলেছে শুধু প্রতিশ্রুতি।কাজের কাজ কিছুই হয়নি।লক্ষ্মীপুরের বাসিন্দা আব্দুল মালেক অভিযোগ করে বলেন দীর্ঘ সাত বছর ধরে এই রাস্তায় বর্ষাকালে বছরে পাঁচ মাস জল জমে থাকে।জল বাহিত রোগ হয়।ডেঙ্গুর আতঙ্ক লেগে থাকে।বার বার মেম্বার প্রধানকে জানিয়ে ও লাভ হয়নি। যদি ও পঞ্চায়েত সদস্য মারা গেছেন।মেম্বার ,প্রধান সকলেই তৃণমূলের।স্থানীয় বাসিন্দা রেবতী কর্মকার অভিযোগ করে বলেন যতদিন বর্ষাকাল থাকে রাস্তায় জল জমে থাকে।মেম্বার প্রধানকে জানিয়ে ও কোনো লাভ হয়নি।জমা জল থেকে রোগ হচ্ছে,মশা কামড়াচ্ছে।যদি উপযুক্ত ব্যবস্থা না হয় তবে আমরা ভোট দেবো না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here