প্রয়াত হলেন নদীয়া হবিবপুর শ্রী শ্রী মদন গোপাল রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী ধীরানন্দ।

0
484

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্বামী ধীরানন্দ মহারাজ।
। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। ১৯৫৩ সালে তাঁর জন্ম হুগলি জেলার শ্যাওড়াফুলিতে। হবিবপুর পুরাতন বাজার সংলগ্ন জগন্নাথ মন্দির,যেখানে ৫০০ বছরের পুরনো রাধাকৃষ্ণের বিগ্ৰহ রয়েছে। সেখানেই সেবায়েত ছিলেন তিনি। তিনি লিখেছেন বেশ কয়েকটি বইও। যা দেশে-বিদেশে সুখ্যাতি লাভ করেছে। তিনি এই মন্দিরটি সংস্কার করেছেন সকলের সহযোগিতায় কিন্তু উদ্বোধন হওয়ার আগেই তিনি তাঁর দেহ রাখলেন। এই মন্দির নিয়ে তার পরিকল্পনার অন্ত ছিল না কিন্তু সেই সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করার আগেই তিনি চলে গেলেন।
তার মৃত্যু শোকে তার প্রধান শীর্ষ ভেঙে পড়েছেন। এছাড়াও শোকোস্তব্ধ তাঁর ভক্তকুল।