প্রান্তিক এবং ভূমিহীন দরিদ্র পরিবারের হাতে পাট্টা প্রদান।

0
242

আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক এবং পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে ইন্দাস ব্লকের ৭৬ টি পরিবারের হাতে পাট্টা প্রদান করা হলো । ইন্দাস ব্লকের
করিশুন্ডা অঞ্চলের জয়নগর ও তেঁতুলমুড়ি গ্ৰামের
৭৬ টি পরিবারকে পাট্টা প্রদান করা হয়। প্রান্তিক এবং ভূমিহীন দরিদ্র পরিবারগুলি হাতেই এই পাট্টা প্রদান করা হয় । এরফলে ভূমিহীন পরিবার গুলো খুবই উপকৃত কারণ তাদের মাথা গোঁজার মতো আস্তানা না থাকায় সরকারিভাবে এই পাট্টা পেয়ে খুবই উপকৃত বলেই জানালেন উপভোক্তারা এর জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানালেন ।আজকের এই পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ,বন ও ভূমি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মধ্যক্ষ নেহার সরকার,বিএলআর ও প্রতিনিধিগণ, আতাউল হক,
নেপাল দে
এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা ।