বাড়ির ছাদ থেকে প্রেমিককে ফেলে মেরে ফেলার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে।

0
368

নিজস্ব সংবাদদাতা হাওড়া :  ঘটনাটি ঘটে হাওড়া বাউরিয়া এলাকায় । সূত্রের খবর হাওড়ার রাজাপুরের বাসিন্দা শশীকান্ত মালিক (৩২) বারে গান গাইতো , আর কেয়া সরকার ওরফে টিনা নাচতো ।দু জনে বিবাহিত হলে ও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বুধবার রাতে হাওড়ার বাউড়িয়ার একটি বারের অনুষ্ঠানের দুজনে ছাদে যায় এবং শশীকান্তকে ছাদ ফেলে দেয় কেয়া।পরে তাকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শশীকান্ত কে মৃত বলে ঘোষণা করেন। এই কেয়ার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে শশীকান্তের পরিবার।এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার কেয়াকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে দু দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। কি করে এই ঘটনা ঘটলো তা জানার জন্য পুলিশ তদন্ত করছে।