মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কীম ও আভাস প্রকল্প কেন্দ্রীয় টিম পরিদর্শনে তিন অঞ্চলে।

0
259

আবদুল হাই, বাঁকুড়াঃ মহত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কীম ও আভাস প্রকল্প কেন্দ্রীয় টিম আজ বৃহস্পতিবার ইন্দাস ব্লকের আকুই ১ নং, করিশুন্ডা ও আমরুল গ্ৰাম পঞ্চায়েত এই তিনটি অঞ্চল পরিদর্শন করেন। এই দলটি টি প্রথমে আকুই ১ নং অঞ্চলে অফিসে আসেন। আকুই ১ নং অঞ্চলে কিছুক্ষণ থাকেন। তারপর আকুই ১ নং অঞ্চলের আধিকারিকদের সাথে নিয়ে আকুই ১ নং অঞ্চলে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের কেন্দ্রীয় আভাস যোজনার ও বাংলা আভাস যোজনার টাকা ইন্দ্রিরা আভাসের টাকা কেন্দ্রীয় উজলা প্রকল্পপের গ্যাস ইন্দিরা আভাস যোজনা একশো দিনের কাজ সহ অন্যান্য কাজ পাচ্ছেন কিনা ও তার টাকা ঠিক ভাবে মানুষেরা পাচ্ছেন কিনা তা সাধারণ গ্রামবাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে সরজমিনে তদন্ত করে দেখেন।এই কেন্দ্রীয় দল টি দুই টি ভাগে বিভক্ত হয়ে আকুই ১ নং , করিশুন্ডা ও আমরুল গোটা অঞ্চলে প্রতিটি গ্রাম পরিদর্শন করেন।5