বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আবারও মন্দির চুরির ঘটনা ঘটল বীরভূম জেলায়। এবার একই জায়গার পর পর চারটি মন্দিরের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আজ চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া গ্রামের গোপাল মন্দির, বজরংবলি মন্দির, তাঁতিপাড়া পুরাতন বাস স্ট্যান্ডের কালী মন্দির এবং তাঁতিপাড়া উচ্চ বিদ্যালয়ের কাছে কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। ফলে এলাকায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গোপাল মন্দিরের তালা ভেঙে গোপালের রুপোর বাঁশি সহ বিভিন্ন ধরনের রুপোর অলংকার চুরি করে নিয়ে যায় চোরেরা। অন্যদিকে, বজরংবলি মন্দির, পুরাতন বাস স্ট্যান্ডের কালী মন্দির এবং তাঁতিপাড়া উচ্চ বিদ্যালয়ের কাছে কালী মন্দিরের তালা ভেঙ্গে প্রণামী বাক্স থেকে টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। উল্লেখ্য, গতকাল রাতেই চন্দ্রপুর থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা চুরির ঘটনার খবর দেন মন্দির কর্তৃপক্ষ ও সেবাইতদের। তড়িঘড়ি রাতেই ঘটনাস্থলে আসে চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রপুর থানার পুলিশ।