দুটি কয়লার গাড়ী সহ তিনজনকে গ্রেপ্তার করল সদাইপুর থানার পুলিশ।

0
272

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে বীরভূম জেলার সদাইপুর থানার অন্তর্গত ভূরকোনা অঞ্চলের কামারডাঙ্গাল ব্রিজের কাছে তিনজন কয়লা পাচারকারীকে গ্রেফতার করল সদাইপুর থানার পুলিশ। তাঁদের কাছ থেকে একটি ওমনি মারুতি ভ্যান ও একটি ট্রাক্টর থেকে চার টন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। সেখ ফেরদৌস, সেখ মইনুদ্দিন, সেখ সিরাজউদ্দিন নামে তিনজন কয়লা পাচারকারীকে আজ সিউড়ি কোর্টে তোলা হবে বলে জানা গেছে। ধৃতদের প্রত্যেকের বাড়ি সদাইপুর থানার সাহাপুর গ্রামে।