পশ্চিমবঙ্গ গরাই(তেলি/কুলু) জনকল্যাণ সমিতির বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে মাচানতলা বাজারে মাক্স বিতরণ ও সচেতনতা প্রচার কর্মসূচি।

0
508

সুদীপ সেন, বাঁকুড়াঃ পশ্চিমবঙ্গ গরাই(তেলি/কুলু) জনকল্যাণ সমিতির বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে মাচানতলা বাজারে মাক্স বিতরণ ও সচেতনতা প্রচার কর্মসূচি।
সামাজিক দায়বদ্ধ সংগঠন হিসেবে আজ এই সংগঠন জনবহুল বাজার এলাকায় মানুষকে মাক্স ব্যবহার শারীরিক দূরত্বও বিধি মেনে চলা সহ অন্যান্য করোনাবিধিগুলি মেনে চলার আবেদন নিয়ে প্রচার ও মাস্ক বিতরণ করল। উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক দেবদাস গরাই, কোষাধ্যক্ষ পিন্টু গরাই ও ভৈরব গরাই ,চিরঞ্জিত গরাই, গৌতম গরাই, পার্থ গরাই সহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা। প্রচার কর্মসূচীটি কেন্দ্র করে স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।