পার্সেল খুলতেই বিস্ফোরণ, ঘটনায় গুরুতর জখম চারজন, তদন্তে পুলিশ।

0
317

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-  পার্সেল খুলতেই বিস্ফোরণ। ঘটনায় গুরুতর জখম চারজন। আহতদের চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ শুক্রবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বাহারাইল গ্রামে।
বাহারাইল গ্রামে ওষুধের ব্যবসা করেন বাবলু চৌধুরী। এদিন বিকেলে একটি টোটো তাঁর দোকানে এসে পার্সেল দিয়ে যায়। কে বা কারা ওই প্যাকেট পাঠিয়েছে তা জানার আগেই গায়েব হয়ে যায় ওই টোটো। এরপর সেই পার্সেল খুলতেই বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ। ঘটনায় বাবলু চৌধুরী সহ আরও তিন জন গুরুতর জখম হন। চিকিৎসার জন্য তিনজনকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় হেমতাবাদ থানার পুলিশ৷ কী কারণে বিস্ফোরণ ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জখম বাবলু চৌধুরী জানান, একটি টোটো পার্সেলটি দিয়ে যায়। প্যাকেটের উপরে নাম লেখা থাকায় খুলতে যাই। পার্সেলটি খুলতেই বিস্ফোরণ ঘটে। প্রজাতন্ত্র দিবসের আগে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে রায়গঞ্জ জেলা পুলিশ।