নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :- পৌরভোট এখনো ঘোষণা হয়নি । তার আগেই ভোট বয়কটের ডাক দিয়ে এলাকায় পোস্টার পরল । ঘটনাটি শুক্রবার সকালে ঝাড়গ্রাম পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের গাইঘাটা এলাকার ঘটনা । কে বা কারা এই পোস্টারিং করেছে তা কিন্তু জানা যায়নি । কেবলমাত্র লেখা রয়েছে গাইঘাটা তিন নাম্বার ওয়ার্ডের বস্তিবাসীর আবেদন । ভোট বয়কটের পোস্টারে তাঁদের আবেদন গুলি হল, এলাকায় পাকা ড্রেন করতে হবে । স্থানীয় ক্লাবের সামনে হাইমাস লাইট বসাতে হবে । পুরনো বস্তির পাত্তা দিতে হবে । পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং পৌরসভাকে আবর্জনা ফেলার সুব্যবস্থা করতে হবে । এই সকল আবেদন গুলিকে পোস্টারের মধ্যে লিখে ইলেকট্রিক পিলার ও পাঁচিলে লাগানো রয়েছে । নিচে লেখা রয়েছে এইগুলি পূরণ না হলে পৌর ভোটের সময় গাইঘাটার বাসিন্দারা কেউ ভোট দেবেন না । স্থানীয় বাসিন্দা মনমথ মাহাতো বলেন, সকালে উঠে দেখি ইলেকট্রিক পিলারে ও বিভিন্ন জায়গায় ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার সাঁটানো রয়েছে । কারা করেছে ঠিক বলতে পারছি না । কিন্তু তিনি আবার বলেন ,এখানে যে সকল দাবিগুলির কথা লেখা রয়েছে সেগুলি বাস্তব সত্য কথা । আমাদের তিন নাম্বার ওয়ার্ডের কোন প্রকার উন্নয়ন হয়নি এখনো পর্যন্ত। ড্রেন নেই অল্প বৃষ্টি হলেই বৃষ্টির জল বাড়িতে ঢুকে যায় । এইগুলির সমাধান করা দরকার ।