বেআইনি আগ্নেয়াস্ত্র হস্তান্তরের আগেই পুলিশের জালে ধৃত যুবক।

0
288

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বেআইনি আগ্নেয়াস্ত্র হস্তান্তরের আগেই পুলিশের জালে ধরা পড়লো এক যুবক। ধৃতের নাম হাসান গাজী। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত হেড়োভাঙ্গা গ্রামে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে ক্যানিংয়ের গোপালপুরের আমতলা গ্রামের বাবু নামে এক যুবক।বাবুর মা হাসান গাজীর কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র দিয়ে বাজারে তার ছেলের কাছে পাঠিয়েছিলেন দিয়ে আসার জন্য। গোপন সুত্রে এমন খবর পৌঁছায় ক্যানিং থানার পুলিশের কাছে। আগ্নেয়াস্ত্র হস্তান্তরের আগেই পুলিশের জালে ধরা পড়ে ওই যুবক। ধৃতের কাছ থেকে একটি ওয়ান সাটার বন্দুক,এক রাউন্ড পয়েন্ট,একটি ১২ বোরের কার্তুজের খোল উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ।যদিও বাবু নামে অপর এক যুবকের টিকি খুঁজে পায়নি। ধৃতকে জেরা করে বাবুর খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।